অর্থ পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের নামে থাকা ১৯ ফ্ল্যাট, চার প্লট এবং দুটি বাড়িসহ ৮৫ দশমিক ২৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে দানব হয়ে উঠতে আর্থিক খাতের যারা সহযোগী ছিলেন তাদেরই একজন এক সময়ের সাধারণ ব্যাংকার গোপালগঞ্জের চৌধুরী নাফিজ সরাফাত।